WordPress এ Auto Save কিভাবে Disabled করব

আমরা সবাই জানি যে, WordPress কি এবং আমরা WordPress দিয়ে কি রকম ওয়েবসাইট তৈরী করতে পারি। এই WordPress এ Blog লিখার জন্য আমাদের বিভিন্ন post লিখতে হয়। আমরা খেয়াল করলে দেখব যে, যখন আমরা কোন post লিখি তখন 60 seconds পর পর এই post টি automatically ডাটাবেজে save হয়ে যায় আর এই post টি database এ Revisions নামের post type হিসেবে save হয়ে থাকে।

All CSS Selectors ( Part – 4 )

All CSS Selectors এর এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব :only-child, :only-of-type, :optional, :out-of-range, ::placeholder ইত্যাদি নিয়ে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম all css selectors ( Part-3 ), all css selectors ( Part-2 ) এবং all css selectors ( Part-1 ) নিয়ে। চলুন শুরু করা যাক :)