What is WordPress?

WordPress কি?

WordPress হলো একটা content management system (CMS) বা আপনি বলতে পারেন কোন website তৈরী করার জন্য একটি tool যা কিনা PHP দিয়ে তৈরী করা হয়েছে।
এর মাধ্যমে আপনি আপনার website বা যে কোন ধরনের Blog ওয়েবসাইট সহজেই তৈরী করতে পারবেন। এর জন্য আপনাকে কোন programming language জানার প্রয়োজন নেই। প্রায় সবকিছুই আগে থেকে তৈরী করা আছে। আপনাকে শুধুমাত্র জানতে হবে কি করলে কি হয়। তাহলেই আপনি একটি সুন্দর WordPress website তৈরী করতে পারবেন। আর মজার কথা হলো এই WordPress CMS টি open source মানে সম্পূর্ণ ফ্রি।

বর্তমানে প্রায় ৩৩% এর বেশি  website WordPress দিয়ে তৈরী করা।

WordPress দিয়ে কি ধরনের Website তৈরী করা যাবে?

WordPress এর শুরুর দিকে মানে যখন WordPress তৈরী করা হয় তখন এই WordPress CMS টিকে বলা হতো শুধুমাত্র একটি blog তৈরী করার tool। তবে WordPress এর core code এর পরিবর্তন করার ফলে এবং WordPress plugins and WordPress themes এর জন্য এই কথাটি সম্পূর্ণ সত্য নয়। কারন বর্তমানে আপনি যে কোন ধরনের website এই WordPress দিয়ে তৈরী করতে পারবেন। আর তার জন্য আপনাকে WordPress themes এবং WordPress plugins এর সাহায্য নিতে হবে।
WordPress এর মাধ্যমে আপনি কোন একটা কোম্পানির website থেকে শুরু করে –
১। eCommerce stores website
২। Blogs website
৩। Portfolios website
৩। Resumes website
৪। Forums website
৫। Social networks website
৬। Membership website
এবং আপনি যে ধরনরে website তৈরী করতে চান তার সবই আপনি করতে পারবেন এই WordPress এর মাধ্যমে।

WordPress Download করবো কোথা থেকে?

WordPress Download করতে হলে আপনাকে wordpress.org থেকে Download করতে হবে। WordPress.org এই ঠিকানায় গিয়ে আপনি উপরে ডান দিকে নীল রঙের একটি বাটন দেখতে পাবেন যার নাম লিখা আছে – Get WordPress ।
Download WordPress
এখন এই বাটনে ক্লিক করলে আপনি Download পেজে চলে যাবেন এবং দেখতে পাবেন যে এই পেজে আরো একটি নীল রঙের বাটন রয়েছে যার নাম লিখা রয়েছে – Download wordPress 5.1.1 (এই আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত WordPress এর সর্বশেষ ভার্সন ছিল 5.1.1)।
Download WordPress
এখন এই বাটনে ক্লিক করলেই আপনি WordPress CMS System টি একটি .zip আকারে পাবেন।
এখন আপনি যদি WordPress Install করতে চান তাহলে এই .zip ফাইলটি unzip করে আপনার local server অথবা web server এ রেখে (যদিও প্রায় প্রত্যেকটি web server এর WordPress Install করার পদ্ধতি রয়েছে) Install করার পরবর্তী নিয়মাবলী দেখতে হবে।

WordPress.org এবং WordPress.com এর মধ্যে পার্থক্য কি?

wordpress.org হলো যেখান থেকে আপনি WordPress CMS System টি ফ্রি তে ডাউনলোড করে আপনার server এর ব্যবহার করতে পারবেন।
wordpress.com কিন্তু আবার ফ্রি না। এটি একটি paid service যা কিনা wordpress.org এর একটি অংশ। এখানেও WordPress আগে থেকেই Install করা থাকে। তবে wordpress.com ব্যবহার করে আপনি wordpress.org এর মত যা কিনা self-hosted WordPres বলেও পরিচিতি তার মতো সুবধিাগুলো পাবেন না।

WordPress কেন ব্যবহার করবেন?

আপনি কেন WordPress ব্যবহার করবেন তা আপনি একটি পরিসংখ্যান দেখলেই বুঝাতে পারবেন যে ইন্টারনেটে প্রায় ৩৩% এর উপরে website এই WordPress দিয়ে তৈরী করা। এছাড়া আরো কিছু কারণ রয়েছে। যেমন-
১। WordPress সম্পূর্ণ ফ্রি এবং এটি একটি Open Source Software.
২। Themes এবং Plugins এর মাধ্যমে WordPress এ তৈরী করা website গুলো নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন।
৩। WordPress Install করা খুব সহজ। শুধুমাত্র আপনাকে কিছু তথ্য পূরন করে দিয়ে আসতে হবে।
৪। WordPress এর UX (User Experience) বা Interface টি সত্যিই চমৎকার। অতি সহজেই আপনি আপনার WordPress website তৈরী করতে পারবেন।
৫। সবচেয়ে বড় সুবিধা হলো এর community অনেক বড়। আপনি সহজে যে কোন ধরনের WordPress সম্পর্কিত সমস্যা ইন্টারনেটে খুঁজে পাবেন।

WordPress Theme কি?

WordPress Theme হলো কতগুলো templates এবং stylesheets এর সমষ্টি যার মাধ্যমে আমরা আমাদের WordPress website এর জন্য website টি দেখতে বা appearance টি কেমন হবে তা নির্ধারন করে দেই। এই WordPress Theme হতে পারে কোন একটা Blog Website বা eCommerce Website বা Personal Blog Website বা কোন একটা Company Website সম্পর্কে।
এই WordPress Theme আমরা WordPress এর admin area থেকে সহজেই পরিবর্তন, মুছে ফেলা বা যে কোন কিছু করতে পারবেন। মানে সম্পূর্ন রকম কন্ট্রোল আপনার হাতে রয়েছে। আপনি যে ধরনের WordPress design করতে চান না কেন আপনি তা করতে পারবেন।
WordPress Theme আপনি ফ্রি যেমন পাবেন ঠিক তেমনি কিছু অর্থ ব্যয় করে Premium WordPress Theme পেতে পারনে। ফ্রি WordPress Theme এর জন্য WordPress.org হলো সবচেয়ে ভাল একটা জায়গা যেখান থেকে আপনি WordPress Theme ফ্রিতে download করতে পারবেন।  আপনি যদি WordPress Premium Theme ব্যবহার করতে চান তাহলে themeforest থেকে নিতে পারেন। তবে internet এ আপনি simple WordPress themes থেকে শুরু করে Paid WordPress themes ও খুজে পাবেন।
প্রত্যেকটি WordPress Theme এর design, layout বা features আপনি সহজেই পরিবর্তন করতে পারবেন। আর এ জন্য কিছু কিছু WordPress Theme এর নিজস্ব Admin Panel থেকে থাকে। যদি কোন Theme এর নিজস্ব Admin Panel না থাকে তাহলে আপনি WordPress এর Admin Panel এ গিয়ে Appearance » Customize পেইজে গিয়েও পরিবর্তন করে আসতে পারবেন।
WordPress theme customize

WordPress Plugin কি?

WordPress Plugin কে আপনি বলতে পারেন একটা software যা কিনা কতগুলো functions এর সমষ্টি। WordPress Plugin এর মূল কাজ হলো Existing functionality কে বর্ধিত করা বা extend করা অথবা কোন একটা নতুন features আপনার WordPress website এ যুক্ত করা।
WordPress Theme এর মত WordPress Plugin ও আপনি ফ্রিতে যেমন পাবেন ঠিক তেমনি কিছু অর্থ ব্যয় করেও Premium WordPress Plugin পেতে পারেন। Free WordPress Plugin যদি download করতে চান তাহলে WordPress এর অফিসিয়াল website যার নাম হলো wordpress.org এ যেতে পারেন। ইন্টারনেটে একটু খুজলে আপনি best WordPress plugins পেয়ে যাবেন। বিভিন্ন রকম WordPress plugins হতে পারে যেমন-
১। WordPress subscription plugin
২। WordPress newsletter plugin
৩। WordPress blog plugin
৪। WordPress news plugin
ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our website is in maintenance mode, you might see this website design break. Sorry for inconvience.

X