PHP কোড কিভাবে লিখবেন? How to write PHP code?

PHP কোড লেখার জন্য আপনাকে প্রথমে একটা text ফাইল নিতে হবে এবং এই ফাইল যেকোন নামে সংরক্ষন করতে হবে। তবে মনে রাখতে হবে ফাইলের নামের শেষে অবশ্যই .php extension দিতে হবে। যেমন- my.php
এখন এই my.php ফাইলে আমরা আমাদের PHP কোড লিখবো।
PHP কোড লিখতে হলে প্রথমে আপানাকে opening ট্যাগ এবং শেষে closing ট্যাগ দিতে হবে। আর এই opening এবং closing ট্যাগের মাঝখানে হবে আপনার PHP কোড। যেমন-

<?php
    আপনার PHP কোড হবে এখানে।
?>

তবে এই my.php ফাইলে আপনি HTML কোডও লিখতে পারবেন। শুধু মনে রাখতে হবে যে যদি কোন PHP কোড লেখার প্রয়োজন হয় তাহলে PHP এর closing এবং opening ট্যাগ দিয়ে PHP কোড লিখতে হবে।
চলুন দেখে আসি কি রকম হবে আমাদের PHP ফাইলের কোড।

<!DOCTYPE html>
<html>
<head>
	<title>Our First PHP File</title>
</head>
<body>
<p>Here are some HTML code with paragraph tag</p>
<?php
echo 'Hello friends, We are learing PHP';
?>
<ul>
	<li><a href="#">Home</a></li>
	<li><a href="#">Blog</a></li>
	<li><a href="#">Contact</a></li>
</ul>
</body>
</html>

এখানে দেখা যাচ্ছে যে আমরা আমাদের my.php ফাইলে HTML কোড লিখেছি এবং তার মধ্যে PHP কোডও লিখিছি। আর এই PHP কোড লিখা হয়েছে PHP এর opening এবং closing ট্যাগ দিয়ে। আপনি যদি এখন এই ফাইলকে সার্ভারে চালু করান তাহলে দেখতে পাবেন এই রকম output.

এখানে “Hello friends, We are learing PHP” এই লেখাটি আমরা PHP এর মাধ্যমে প্রদর্শন করেছি।
তবে আপনি খেয়াল করেছেন যে আমরা PHP কোড প্রদর্শন করার জন্য echo লিখেছি।

echo 'Hello friends, We are learing PHP';

এই echo এর কাজ হলো কোন কিছুকে আমাদের ওয়েব ব্রাউজারে প্রদর্শন করা। আপনি আরো খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা এই লেখাটির (Hello friends, We are learing PHP) বাম এবং ডান পাশে ডাবল কোট (Double Quote) ” ” দিয়েছি এবং শেষে সেমিকোলন ( ; ) দিয়েছি।
এই যে আমরা echo দিয়ে Hello friends, We are learing PHP লিখেছি এটা হলো PHP এর একটা statement. আর সকল statement এর শেষে সেমিকোলন ( ; ) দিতে হয় এবং আপনি যদি কোন লেখা বা string দেখাতে চান তাহলে ডাবল অথবা সিঙ্গেল কোট (Double or Single Quote) ” ” / ‘ ‘ ব্যবহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our website is in maintenance mode, you might see this website design break. Sorry for inconvience.

X