PHP install করবেন কিভাবে? How to install PHP?

PHP install করতে হলে একটি web host লাগবে যেখানে PHP and MySQL support করে। এখানকার প্রায় সকল web host এ PHP and MySQL support করে থাকে। বিভিন্ন web host আছে যেমন- namecheap, godaddy ইত্যাদি।

PHP এর অফিসিয়াল ওয়েবসাইট হলো  http://php.net

আপনি চাইলে আপানার নিজস্ব কম্পিউটারেও PHP install করতে পারবেন। তার জন্য আপনাকে একটা Web Server, PHP and MySQL install করতে হবে। এভাবে আলাদা আলাদা Web Server, PHP এবং MySQL install করা একটু ঝামেলা। তাই যদি সব কিছু একটা সফটওয়্যারের মধ্যে থাকে তাহলে Web Server, PHP এবং MySQL install করা খুব সহজ হয়ে যায়। আর এই ধরনের সফটওয়্যার গুলো হলো – XAMPP, WAMP ইত্যাদি।
XAMPP হলো open source free software যা Apache friends developed করেছে। এই সফটওয়্যারে আপনি Apache server, MariaDB, PHP, and Perl পাবেন। আর মূলত আপনার লোকাল কম্পিউটারকে local host বা local server বানানোর জন্য এই সফটওয়্যার টা ব্যবহার করা হয়।
এখানে XAMPP এর full form হলো –
১। X মানে হলো Cross-platform,
২। A মানে হলো Apache server,
৩। M মানে হলো MariaDB,
৪। P মানে হলো PHP এবং
৫। আরো একটা P আছে তার মানে হলো Perl.

Cross-platform – মানে হলো এটা যে কোন কম্পিউটারের এবং যেকোন operating system এ চলতে পারবে।

http://php.net/manual/en/install.php

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our website is in maintenance mode, you might see this website design break. Sorry for inconvience.

X